আমার পেশাদার জীবন এবং দক্ষতা সম্পর্কে জানুন
আমি শেখ নাইম হাসান। বর্তমানে সুশীলন নামে একটি বেসরকারী উন্নয়ন সংস্থায় আইটি এন্ড ডকুমেন্টাশান ম্যানেজার হিসেবে কাজ করছি। দীর্ঘ ১৩ বছর যাবত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কাজ করে আসছি।
আমি বর্তমানে সুশীলন সংস্থা্য় ওয়েব বেইজড ইমেইল ম্যানেজমেন্ট, সার্ভার ম্যানেজমেন্ট, লাইব্রেরী ম্যানেজমেন্ট,স্টোর ম্যানেজমেন্ট, এ্যাসেট ম্যানেজমেন্ট, ডাটাবেইজ ম্যানেজমেন্ট, ওয়েবসাইট তৈরি ও রক্ষনাবেক্ষন, বিভিন্ন ওয়েববেইজড হাজিরা এ্যাটেনডেন্ট, ইনভেনটরী ম্যানেজমেন্ট ওয়েবসাইট ইত্যাদি তৈরি করে আসছি। এছাড়া সুশীলন এর আইটি এন্ড ডকুমেন্টাশান উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা বাস্তবায়ন করে আসছি。